লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শঙ্কর মজুমদার এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়। জন্মাষ্টমী পালনে বিকেল ৪টায় শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা