নেত্রকোনায় অবিরাম বৃষ্টিতে গত কয়েক দিনে স্বোমেস্বরী, কংশ, মগড়াসহ বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দূর্গাপুরের পাহাড়ী নদী স্বোমেসস্বীর পানি বৃদ্ধি পেলেও তা ভাটিতে গড়িয়ে যায়। ফলে কংশ মগড়া ধনু নদীর পানি বেড়ে যায়।
সোমবার দুপুর থেকে পুনরায় বৃষ্টির ফলে কংশ ও উদ্বাখালি নদীসহ হাওর বিলের পানি বেড়ে বিভিন্ন সড়কে উঠে যাচ্ছে।
কলমাকন্দা উপজেলার নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকার নিচু এলাকাগুলোতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কয়েকদিনের টানা বর্ষণের পর গত দু'দিন বৃষ্টি কম থাকায় জনজীবনে কিছুটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছিল। পাশাপশি অনেক নদীর পানি কমতে শুরু করেছিল। কিন্তু আজ দুপুর থেকে পুনরায় বৃষ্টি শুরু হলে দুর্ভোগে পড়তে হয় সকলকে। বাড়তে থাকে কমে যাওয়া নদ-নদীর পানিও। কলমাকান্দা উপজেলা হাওর অঞ্চল হওয়ায় অন্যান্য উপজেলার চেয়ে দ্রুত এই উপজেলাটি প্লাবিত হয়।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ