সিরাজগঞ্জে বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। সকালে মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরী ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সনজয় সাহা।
আলোচনা সভায় নেতৃবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে বর্ণাঢ্য র্যালির উদ্ধোধন করেন। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে কালিবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। এ ছাড়ায় জেলার প্রধান প্রধান মন্দিরগুলোতে ২ দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন