১৫ আগস্ট স্মরণে আজ দিনব্যাপী ছাত্রলীগের উদ্যোগে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে র্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ৫০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় তাদের রক্তদান করেন।
পরে ক্যাম্পাসে ৬০টি ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হাই। ছাত্রলীগের আহবায়ক ফাহিম হাসান তানভির ও যুগ্ম আহবায়ক জাহিদ হাসানসহ কলেজ ছাত্রলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার