সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন ছাত্রলীগ কর্মী শাহীন ও আসিফের উপর হামলার সাথে সংশ্লিষ্ট বলে পুলিশের দাবি। আজ তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, ওই কলেজ শিবিরের সাথী তোফায়েল আহমেদ ও সেলিম আহমদ, শিবিরকর্মী রেজাউল করিম, ইমদাদ, কামিল আহমেদ সোহেল, তারেক উদ্দিন, আবদুল্লাহ ও সফি উদ্দিন।
আজ কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনে সহকারি কমিশনার সাদেক কাউসার দস্তগীর জানান, গত রবিবার রাতে মহানগরীর শাহপরাণ থানাধীন শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফয়ছল, তোফায়েল ও সেলিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাংগঠনিক কাজে ব্যবহৃত কিছু বই-খাতা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে শিবিরের সাংগঠনিক বইপত্রসহ আরো ৬ জন শিবির নেতাকর্মীকে আটক করা হয়। এর মধ্যে ফয়ছল, তোফায়েল ও সেলিম গত ৭ আগস্ট মহানগরীর সোবহানীঘাটে ছাত্রলীগ কর্মী শাহীন ও আসিফের উপর হামলার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার