বাগেরহাটের মোরেলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম আবির্ভাব তিথি উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দিবসটি উপলক্ষে সোমবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সেরেস্তাদারবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও কালি মন্দির কর্তৃপক্ষ।
সোমবার বিকেল ৩ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা হিন্দু নেতা সোমনাথ দে।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ নিহার চন্দ্র হালদার। সভায় শ্রীকৃষ্ণের জীবনীর উপর আলোচনা করেন কাউন্সিলর তপন পোদ্দার, সুনীল বরণ বাঙ্গালী, মতুয়া মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার প্রমূখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন