দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে ২০১৬-২০১৭ অর্থ বছরের বরাদ্দ থেকে মোট সাড়ে চার লাখ টাকার উপবৃত্তি ও মশারি বিতরণ করা হয়েছে।
আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে তিনি ৪৭৫ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ বাবদ ৪ লাখ টাকা এবং একশ’ জনকে দুইটি করে মোট দুই শত’টি মশারি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদসহ আরো অনেকে। এতে বক্তব্য রাখেন, আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মন্টু হাসদা, ভারপ্রাপ্ত সভাপতি নরেন হাসদা।
বিডি প্রতিদিন/এ মজুমদার