ঝালকাঠির কাঁঠালিয়ার আওরাবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত টিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি-১ আসন (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদ সদস্য বজলুল হক হারুন ১৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মধ্যে ৬ জনকে দুই বান্ডিল করে ঢেউ টিন ও ৯ জনকে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান চেক বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন