দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠরিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিকে দিনাজপুরের কুঠিবাড়ীতে অবস্থানরত ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, পিএসসি'র উপস্থিতিতে দিনাজপুর জেলা সদরের বিভিন্ন স্থানে বন্যায় কবলিত দুস্থ জনসাধারণের ত্রাণ সামগ্রী (চাউল, ডাল তেল, লবণ ও বিশুদ্ধ পানি) বিতরণ করা হয়। এছাড়াও শুকনা খাবার হিসাবে চিড়া ও গুড় এবং খিচুড়ি বিতরণ করা হয়। বন্য পরিস্তিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের কর্মসূচি অব্যহত থাকবে।
উল্লেখ্য, দিনাজপুর সেক্টর এবং ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে কর্মরত বিজিবি সদস্যগণ দিনাজপুর সহর রক্ষা বাঁধ এর ভাঙগন বা ফাঁটল রক্ষার্থে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সাথে সহযোগিতা প্রদানের জন্য সর্বদায় নিয়োজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার