টাঙ্গাইলের কালিহতীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে অপর ট্রাকের চালক আহত হন। সোমবার সকালে কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সাব-ইন্সপেক্টর নূর আলম বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক উপজেলার জোগারচর এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা অপর আরেকটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা হেলপার নিহত হন এবং অপর ট্রাকের চালক আহত হন।
আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ