পর্যটন কেন্দ্র কুয়কাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে প্রেমিকের বাইকের পিছন থেকে পড়ে স্বার্ণা অক্তার ইতি (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ কুয়কাটা-পটুয়াখালী মহাসড়কের কলংক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে কলাপাড়া হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
প্রেমিক রুমান হাওলাদার জানান, আজ মোটরবাইকে ইতিকে নিয়ে কুয়াকাটা ভ্রমণে আসেন। দুপুরে ফেরার পথে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের কলংক নামক স্থানে বাইকের পিছন থেকে পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঝালকাঠির নলছিটির শাহজাহান শিকদারের মেয়ে স্বর্ণা আক্তার ইতি বরিশাল পলিটেকনিক ইনস্টিউটের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ও প্রেমিক মোটর সাইকেল চালক রুমান হাওলাদার একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়ায় জানান, নিহতের মৃতদেহ উদ্বার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। প্রেমিক মোটরসাইকেল চালক রুমান হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার