লক্ষ্মীপুরে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার হামছাদী থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- হামছাদী ইউনিয়নের পূর্ব হাসুন্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজম হোসেন পারভেজ ও আবুল হাশেমের ছেলে মো. সুমন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়, এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল