জামালপুরের ইসলামপুরে কালোবাজারে বিক্রি করা ১৬৫ বস্তা ভিজিডির চাল ও এক কালোবাজারীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গোপন সংবাদের সূত্র ধরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুর্গম যমুনার চরে অভিযান চালায়। ভোর রাতে আমতলি বাজারের নৌঘাট এলাকায় কালোবাজারের ১৬৫ বস্তা চাল ভর্তি দুটি নৌকা আটক ও মো. তোতা নামে এক কালোবাজারীকে আটক করে।
আটক কালোবাজারী জানিয়েছে, সে চালগুলো সাপধরী ইউনিয়ন থেকে কিনেছে।
টিএনও এবিএম এহছানুল মামুন জানিয়েছেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় গ্রামের হতদরিদ্র মহিলাদের মধ্যে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডি চাল দেয়া হয়। জব্দকৃত চালগুলো বুধবার সাপধরী ইউনিয়নে বিতরণের কথা ছিল। কিন্ত সেগুলো বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেয়া হয়েছিল।
এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা বাদী হয়ে সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার