ঢাকা আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রুপাকে টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কোর্ট চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে জেলা বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, যুগান্তর স্বজন সমাবেশের জেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা রূপার হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এসময় তারা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। তার প্রধান কারণ এই সব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া। এই সকল অপরাধের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তবে এই ধরণের অপকর্ম করতে কেউ সাহস পাবে না।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট শুক্রবার রাতে ঢাকার আইডিয়াল ল’ কলেজের আইন বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপা প্রামাণিককে গণধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় ফেলে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার চারদিন পর ময়মনসিংহ-বগুড়া সড়কে চলাচলকারী ছোঁয়া পরিবহনের বাসের চালক হাবিব, সুপারভাইজার সফেদ আলী, বাসের সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা আদালতে রূপাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দেয়। বর্তমানে আসামিরা টাঙ্গাইল জেল হাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল