মিয়ানমারে সরকারি নির্দেশে সামরিক বাহিনী কর্তৃক নির্বিচারে গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ঠাকুরগাঁও জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বাসদ (মার্কসবাদী) ঠাকুরগাঁও জেলার সমন্বয়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড ভবতোস, বিশ্বজিৎ, শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সাহাজাহান মিয়া, লাবু, বেলাল, ভুট্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতায় মিয়ানমার সরকারের রোহিঙ্গা নিধনের বর্তমান কর্মকান্ড কেবল অমানবিকই নয়, সভ্যতা ও আইনের শাসনেরও চরম পরিপন্থী। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বিডি-প্রতিদিন/৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ