মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোর জেলা বিএনপি। পুলিশের বাধার মুখে শুক্রবার সকালে নাটোর শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন স্থল ত্যাগ করতে বলে। পরে তাদের সময় বেঁধে দেয়া হয় এবং শর্তস্বাপেক্ষে মানববন্ধন করার অনুমতি দেয় পুলিশ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, শহর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রহিম নেওয়াজসহ আরোও অনেকে। বক্তারা এসময় রোহিঙ্গা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল