ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য কারার অপরাধে ফরিদপুরে ৪১ জেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১২ মন ইলিশ ও ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে উদ্যোগে প্রজনন মৌসুমে "মা ইলিশ সংরক্ষণ" অভিযানে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নারিকেল বাড়ীয়া, ঢেউখালী ও আকুটের চরসহ পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেদের বিভিন্ন ট্রলারে থাকা ১২ মন ইলিশ জব্দ করা হয়। উদ্ধার করা হয় জেলেদের ব্যবহৃত ৮ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।
আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, অভিযানে ৪১ জন জেলেকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো সদরপুরের বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। আদালতকে সহযোগিতা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ