বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের লামায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আনন্দ র্যালী, বঙ্গবন্ধুকে স্বরণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানামুখী কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে লামা উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ গেষ্ট হাউজে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সাধারণ সম্পাদক মো. শাহীন, পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক মো. সুমন সহ প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/এ মজুমদার