গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০ তম বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে টাঙ্গাইল শহীদ মিনার সামনে থেকে র্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহম্মেদ শুভ। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফীউল আলম মুকুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন