বগুড়ার ধুনট উপজেলায় সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তাকে পিটিয়ে জখমের অভিযোগে বাবু মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বাবু মিয়া উপজেলার গোপালপুর খাদুলী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। বুধবার রাতে ধুনট-রায়গঞ্জ পাকা সড়কের মথুরাপুর ইউনিয়নের পিরহাটি তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের মৃত. আজাহার আলীর ছেলে মোহাম্মাদ আলী (৫৬)। তিনি সোনালী ব্যাংক ধুনট শাখায় জুনিয়র কর্মকর্তা (কৃষি) পদে চাকরি করেন। বুধবার রাতে মোহাম্মাদ আলী খাদুলী গ্রামের বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছলে বাবু মিয়া ও তার লোকজন মোহাম্মাদ আলীর পথরোধ করে মারপিট করতে থাকে।
বগুড়ার ধুনট থানা এসআই মঞ্জুরুল হক জানান, সংবাদ পেয়ে রাতেই বাবু মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়টি তদন্ত দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার