নাটোরে রাজবাড়ি চত্ত্বরে আজ বৃহস্পতিবার আঞ্চলিক স্কাউট সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস'র সভাপতি ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ছয় দিনব্যাপী সপ্তদশ আঞ্চলিক স্কাউট সমাবেশের উদ্বোধন করেন।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোরের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, ড. শারমিন ফেরদৌস চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আমিনুল ইসলাম। ‘নৈতিক মূল্যবোধে স্কাউটিং' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সমাবেশে রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রপলিটন সিটিসহ মোট নয়টি দলে মোট একশ’ ৯২টি ইউনিটে এক হাজার আটশ’ স্কাউট ছাত্র-ছাত্রী এবং দুই শতাধিক স্কাউট শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করছেন। সমাবেশে অংশ নেয়া স্কাউটারদের জন্য শাহ্ মখদুম, সোনামসজিদ, মহাস্থানগড় ও পাহাড়পুর নামে চারটি সাব ক্যাম্পের অধীনে সমস্ত রাজবাড়ী চত্তরে সর্বমোট দুইশ’ দশটি তাবু বসানো হয়েছে। সমাবশে উপলক্ষে নাটোর রাজবাড়ি র্বণীল সাজে সাজানো হয়ছে। বসানো হয়ছেে তথ্য কন্দ্রে এবং স্বাস্থ্য সবো কন্দ্রে। আইন শৃংখলা রক্ষায় র্পযাপ্ত সংখ্যক পুলশি ও আনছার বিডিপি সদস্যদরে নিয়েজিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার