সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটা, ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ। আজ সকাল থেকেই ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে উপজেলা আ. লীগ কার্যালয়ে উপস্থিত হতে থাকে।
পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া র্যালীতে স্লোগান ধরেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক শাহারিয়ার হক সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম আমান উল্লাহ। অন্যন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে ৭০পাউন্ড ওজনের কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার