সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বেলা দেড়টার দিকে মহানগর ছাত্রলীগের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার আগে রেজিস্ট্রারি মাঠে মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুস বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক। এদিকে, জেলা ছাত্রলীগের ব্যানারে বৃহস্পতিবার টিলাগড় ও তেলিহাওরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার