পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মিঠুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। সভার উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।এছাড়া সভায় জেলা, উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকতে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার