নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে তার মাদকাসক্ত স্বামী পুড়িয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় গৃহবধূ মোহছেনার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়া তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজে বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর আজ অভিযুক্ত স্বামী জামাল উদ্দিনকে জনতা আটক করে পুলিশ সর্পদ করে। জামাল উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. মোস্তাফার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু মোহছেনা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন তার স্বামী মাদকাসক্ত হয়ে স্ত্রীকে মারধর করতো। বুধবার রাতেও তাকে মারধর করে এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘাতক মাদকাসক্ত স্বামী জামাল উদ্দিন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ জামাল উদ্দিনকে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গৃহবধূর মোহছেনার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মোহছেনার মাদকাসক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার