রাজশাহীতে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ আমির উদ্দিন (৩৩), শামীম ইসলাম (২৭) এবং হায়াতুল মেসকাত (৩১) নামে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিকেলে মহানগরীর আরডিএ মার্কেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াবা বেচাকেনার সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। এ অভিযানে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর