কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল দশটা থেকে ফেরি চলাচল শুরু হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বন্ধ ছিলো ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ও লঞ্চ ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সকাল থেকে কুয়াশা থাকার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচলও ব্যাহত হচ্ছিলো। সকাল নয়টার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এছাড়া মাঝ পদ্মায় নোঙর করে রাখা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে চলাচল শুরু করেছে। কাঁঠালবাড়ী ঘাটে লোড করা ফেরিগুলোও শিমুলিয়ার উদ্দেশ্যে ঘাট ছেড়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকার কারণে তীব্র শীতে ঘাটে আটকে থাকা সাধারণ যাত্রীদের দুর্ভোগে পর হয়। ঘাট এলাকায় দেখা দেয় যানজট।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ