কক্সবাজারের গভীর সমুদ্র এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় ফিশিং ট্রলারসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিয়ানমার থেকে ইয়াবা আসার নিরাপদ রুট কক্সবাজার। সীমান্ত এই জেলায় প্রায়ই এ ধরনের ইয়াবা চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা