যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হয়।
শাহারুল ইসলাম যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ২০১০ সালে খুন হওয়া যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপন হত্যা মামলার এক নম্বর আসামি। ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় জেলা প্রশাসকের লিখিত অনুরোধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শাহারুল ইসলামকে বরখাস্ত করার প্রজ্ঞাপন জারি করে।
গত ২১ ডিসেম্বর এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুবুর রহমান। এরপর বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রজ্ঞাপনটি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবারই তা কার্যকর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আরবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া চেয়ারম্যান সালমা পারভীন জানান, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব তাকে কিছু বলেননি।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা