সরকারের ৪বছর পূর্তি উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় মহানন্দা সেতু সংলগ্ন নতুন স্টেডিয়াম চত্ত্বর থেকে সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ এর নেতৃত্বে শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ শেষে নতুন স্টেডিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে শহরের মহারাজপুরে একদিনের উন্নয়ন মেলা এবং বিকেলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেবন।
এর আগে সকাল ১০টায় গোমস্তাপুরে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস এবং সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ