বরিশালে শীত জেঁকে বসেছে। ঠাণ্ডা বাতাস ও তীব্র শীতে কাতর হয়ে পড়েছে এই জনপদের মানুষ। দুপুরেও গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করছে জনসাধারণ।শুক্রবার সকালে বরিশালে সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার ছিল ১৪ ডিগ্রি, ২ জানুয়ারি ১৭.৫ ডিগ্রি এবং বছরের শুরুর দিন ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক দিনে তাপমাত্রা কমে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারনা করছে আবহাওয়া অফিস।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা