মাদারীপুরে কালিবাজার এলাকায় এক মুদি দোকানদারের বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মাদারীপুর সদর থানায় অভিযোগ করায় বৃহস্পতিবার রাতে জয় গোপাল (৩০) নামে ওই মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের কালিরবাজারে এলাকায় শিশু শ্রেণির একটি মেয়ে একই এলাকার নিতাই চক্রবর্ত্তীর ছেলে জয় গোপালের মুদির দোকানে কিছু খাবার কিনতে গেলে তাকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভিতর নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। শিশুর মা তাৎক্ষণিক এলাকার এক চিকিৎসককে দেখালে এর সত্যতা পাওয়া যায়।
এরপরে এলাকায় জানা-জানি হলে বিষয়টি মিমাংসার চেষ্টা করে। তবে মিমাংসা না হওয়ায় সদর থানাকে খবর দিলে কালিরবাজার থেকে জয় গোপালকে রাত ১০টার দিকে আটক করা হয়। বর্তমানে মেয়েটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিক অভিযোগে জয় গোপালকে আটক করেছি।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল