ভারতের আসাম রাজ্যে মাওবাদী চরমপন্থী দলের অন্যতম নেতা ও ৬৩ মামলার পলাতক আসামি আমিনুর মাতব্বরকে লালমনিরহাটের পাটগ্রামে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৮ রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তুল জব্দ করেছে পুলিশ। আমিনুরের সঙ্গে আরও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, আমিনুর মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাং (২৬) ভারতের আসাম প্রদেশের কোকড়াঝাড় জেলার গোসাইগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া এলাকার মৃত বাবলু মাতব্বরের ছেলে। তাকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার সাহাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদের বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আটক করা হয়। বাড়ির মালিক আব্দুর রশিদকেও আটক করা হয়েছে। এই রশিদও দৈত নাগরিক। এ সময় আমিনুরের কাছ থেকে ইতালিতে তৈরি একটি পিস্তুল, দুটি ম্যাগজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ফিরোজ কবির আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর মাতব্বর জানিয়েছে ভারতের জেলে আব্দুর রশিদের সঙ্গে তার পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে আমিনুর দুই থেকে আড়াই মাস আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে।
পাটগ্রাম থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, ‘আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এর বাইরে এখনই আর কিছু বলা যাচ্ছে না। তারা কেন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল