৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেলকুচি বিএনপি ও পৌর বিএনপি। শুক্রবার সকালে উপজেলার গাবগাছি বাজার থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে শেরনগর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে শেরনগর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলমি বলেন, ২০১৪ সালে আওয়ামীলীগ সরকার ভোটার বিহীন নির্বাচনেরর মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যা করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন করতে দেয়া হবেনা। শাসক দলের ভোটার বিহীন নির্বাচনের স্বপ্ন জনতার আন্দোলনে দুঃস্বপ্নে পরিণত হবে। মিছিলে বিএনপি ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল