টাঙ্গাইলের নাগরপুরে গণতন্ত্র রক্ষা দিবস ও সরকারের সাফল্য শীর্ষক আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, মো. আনিসুর রহমান, মো. মতিউর রহমান মতি, খায়রুল হাসান টুকু, যুগ্ন-সম্পাদক মো. আব্দুস ছবুর, সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম, প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহোযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ভলিবল ও বাঙ্গালীর ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন