বগুড়ায় জেলা আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকালে দুটি দলের পৃথক এই কর্মসূচীকে ঘিরে পুলিশ শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় সৃষ্টি করে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক প্রহরায় দেখা গেছে।
দশম জাতীয় সংসদের বর্ষপূতিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় সমাবেশ ও র্যালি করেছে জেলা আওয়ামী লীগ। বগুড়া শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়মী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ডাঃ মকবুল হোসেন, রাগেবুল আহসান রিপু, বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সকাল ১১ টায় জেলা বিএনপি কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় নবাববাড়ি সড়ক থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশি বাধায় পড়ে সেখানেই জেলা বিএনপি সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ ডালিম ডোনার ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, শাহ মোঃ শাহজাহান আলী, লাভলী রহমান, মেহেদী হাসান হিমু, রেজাউল করিম বাদশা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস প্রমুখ।
বিএনপির কর্মসূচী ঘিরে শুক্রবার সকাল থেকেই পুলিশ শহরের নবাব বাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের চারদিকে ব্যারিকেড সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন