কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন বলেছেন, টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কালীন সময়েও প্রধানমন্ত্রী থাকবেন। রুটিন ওয়ার্ক হিসেবে তখন নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বিকেলে নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্তরে মহানগর আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ফাতেমাতুজ জোহরা রানী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, কেন্দ্রীয় আ’লীগের সদস্য মারুফা আক্তার পপি, জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলামসহ প্রমুখ।
এসময় আহাম্মদ হোসেন আরো বলেন, খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। অথচ পদ্মা সেতু হবার আগেই দুর্নীতির দায়ে তিনি জেলে চলে যেতে পারেন। আদালতের রায়ে নির্বাচনে অযোগ্যও ঘোষণা হতে পারেন খালেদা।
তিনি বলেন, দেশের ৯৬ হাজার কোটি টাকা সৌদি আরবে এই খালেদা পাচার করেছেন। এমন দুর্নীতির জন্যও ভবিষ্যতে তাকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন