নেত্রকোনায় গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার বেলা ১২ টায় শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শহরে একটি গণমিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।
মিছিলে নেতৃত্ব দেন গত ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচিত নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সাবেক যুগ্ম সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নুর খান মিটু, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ও কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল