পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার ভোর রাতে নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
নাজিরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, কাপড়, কীটনাশক, কসমেটিকস, ফার্নিচার ও চায়ের দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খেজুরতলা বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল মোতালেব জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন