সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলায় হামলার শিকার হয়েছেন আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রতিনিধি শিশির আলম। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উল্লাপাড়া পৌর শহরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক শিশিরকে গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উল্লাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক।
হাসপাতালে চিকিৎসাধীন শিশির আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের ওভার ব্রিজের উপর অভ্যন্তরীণ কোন্দলরত যুবলীগের নেতা-কর্মীরা সশস্ত্র মহড়া দিচ্ছিল। এ সময় পেশাগত দ্বায়িত্ব পালন করতে গেলে যুবলীগের সশস্ত্র লোকজন আমার উপর হামলা করে। তারা আমার পরিচয় জেনেও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলি আমাকে উদ্ধার করেন।
এদিকে, সাংবাদিক শিশিরের উপর ঘটনায় সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহজাদপুরের পৌর মেয়রের গুলিতে সাংবাদিক শিমুল নিহত হয়। বারবার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল