পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে, দেশের উন্নয়ন করা বর্তমান সরকারের অঙ্গীকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নাই। বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার। শুক্রবার দুপুরে পুনট্রি ইউনিয়নে গোবিন্দগঞ্জ-ফুলবাড়ি-দিনাজপুর সড়কের ২৫ মিটার দৈর্ঘ্য আমবাড়ী সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে। এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে জাদু জানা আছে।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে প্রমাণ করেছে। শুধু দেশেই নয় সারা বিশ্বে এখন আওয়ামী লীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে। তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কোন নৈরাজ্য করতে দেয়া হবেনা।
চিরিরবন্দরের পুনট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ মকছেদ আলীর সভাপতিত্বে সভায় দিনাজপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল মো: আব্দুল হালিম, দিনাজপুর নির্বাহী প্রকৌশলী সওজ মো: মাসুম সারওয়ার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবর রহমান শাহ্, পুনট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক নুর-এ-কামালসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিকাল ৩ টা ৩০মিনিটে হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একডেমিক ভবনের উদ্বোধন ও বিকাল ৪ টায় হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করেন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল