দিনাজপুরে জেলা বিএনপি কালো পতাকা মিছিল করতে না পারলেও পুলিশী বাধা উপেক্ষা করে মহিলাদলের নেতাকর্মীরা একটি খন্ড মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে।
তবে দলীয় কার্যালয়ের সামনে সভা করে বিএনপি।
শুক্রবার বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে বাকবিতণ্ডার পর মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ফটকের বাইরে যেতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল প্রমূখ।
এদিকে বিকেল পৌনে ৪টায় জেলা মহিলা দলের সভাপতি নাজমা মশির ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে দলীয় কার্যালয়ে থেকে কালো পতাকা বের করলে পুলিশী মিছিলে বাধা দেয়।
অপরদিকে বিরলে পুলিশের বাধায় দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করতে না পারলেও দলীয় কার্যালয় সামনে পথসভা করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন