টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবসে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। শুক্রবার বিকালে একদিকে এমপি রানা সমর্থিত কলেজ মোড় চত্বরে এবং অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু'র সর্মথকরা পুরাতন বাসষ্ট্যান্ড চত্বরে পৃথক সমাবেশ করে।
কলেজ মোড় চত্বরে পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য আতোয়ার রহমান খান, জামুরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এমপি রানা মুক্তি পরিষদের সচিব শহিদুল ইসলাম খান হেষ্টিং, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, সাবেক বুয়েট ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল হকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে পুরাতন বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহামান খান ও সৈয়দ তুহিন আব্দুল্লাহ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস আকবর খান, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল