পরিবারের দু-মুঠো ভাত জোগাতে যার টানাপোড়ান, তার উপর দুরারোগ্য রোগের প্রভাব। যাকে বলা চলে ‘মরার উপর খরার ঘা’। বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের হাফেজ পাড়ার সহায় সম্বলহীন খেটে খাওয়া জাফর আলম (৩১) মানসিক রোগে আক্রান্ত হয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন। তিনি হাফেজ পাড়ার আব্দু রহমানের ছেলে।
জাফর আলমের স্ত্রী সেতারা বেগম জানান, ৯-১০ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় আমার স্বামী। শ্বশুড় বাড়ির লোকজন ও নিজের সর্বস্ব দিয়ে চিকিৎসা করে সুস্থ করে তুলি তাকে। প্যারালাইসিস থেকে সুস্থ হলেও ধীরে ধীরে মানসিক সমস্যায় পড়ে উম্মাদ হয়ে যায় সে। বর্তমানে কোন কাজ কর্ম করতে পারেনা। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে। তবে অত্যান্ত শান্ত মেজাজের মানুষ জাফর। এলাকার উপজাতি কাউকে দেখলে নমষ্কার আর বাঙ্গালীদের দেখলে সালাম দেয়। তার এই বিনয়ী মনোভাবের জন্য এলাকার লোকজন তাকে খুব স্নেহ করে। বিগত ৮ বছর ধরে মানসিক রোগে ভুগছে। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা করতে পারলে হয়তো ভাল হতে পারে সে।
তিনি আরো বলেন, স্বামীর বেকারত্ব চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে আমাদের পরিবারকে। আমার ২টি ছেলে বাবু (৯) ও রিয়াজ (৭)। আমি ৩ হাজার টাকা বেতনে ব্র্যাক এনজিওতে মাঠকর্মীর চাকরি করি। তা দিয়ে চলে সংসার, ছেলেদের লেখাপড়া ও স্বামীর চিকিৎসা। সমাজের অনেক বিত্তবান ও মানবিক লোক আছেন। তাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার স্বামী আবারো সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসতে পারে।
জাফরের বড় ভাই বদিউল আলম (৩৭) বলেন, বাবার সম্পত্তি বিক্রয় করে ও নিজের আয়ের টাকা দিয়ে চিকিৎসা করিয়েছি ছোট ভাইকে। অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছিনা। তার সন্তানগুলোর দিকে তাকালে বুকটা কেঁদে উঠে। পরিবার-পরিজন নিয়েও নিদারুণ কষ্টে জীবন কাটাচ্ছেন ভাইটা। কিভাবে দুইটা শিশু মানুষ হবে? আমরা গরীব মানুষ। ইচ্ছে থাকলেও সার্মথ্য নাই। তাই সমাজের বিত্তবান মানুষের সহায়তা কামনা করছি।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. শফিউল আলম বলেন, জাফর আলমের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। জাফরের বাবা-মাসহ এলাকাবাসী তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আকুল আবেদন জানানোর পাশাপাশি দেশ-বিদেশী স্বেচ্ছাসেবী সংস্থা ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি। ডাক্তার জানিয়েছে, তার চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকার প্রয়োজন। অসহায় পরিবারটি সকলের কাছে সাহায্য প্রার্থনা করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক হিসাব নাম- বদিউল আলম, হিসাব নং- ১১০৩ ১৩৪০২৭৩৪৩, সোনালী ব্যাংক, লামা শাখা, বান্দরবান পার্বত্য জেলা। এছাড়া প্রয়োজনে ০১৮২৪ ৭৫৩৩৮১ (স্ত্রী সেতারা বেগম) এবং ০১৮৭১ ২৭০০২২ (বড় ভাই বদিউল আলম) নম্বরে যোগাযোগ করা যাবে।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল