বাগেরহাটে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে। শুক্রবার বিকালে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলরোড বাদল চত্বরে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, মো. ফিরোজুল ইসলাম, অম্বরিশ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন, জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেম, লিটন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, তালুকদার রিনা সুলতানা প্রমুখ। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা, ৫ই জানুয়ারীর নির্বাচনে গণতন্ত্র রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল