নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রশাসনের অনুমতি না নিয়ে কালো পতাকা মিছিল বের করায় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করার সময় এ আটকের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি উপলক্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে। এতে প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ দুইজনকে আটক করে পুলিশ।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাদেরকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারী ২০১৮/হিমেল