বরিশালে কালো পতাকা মিছিল করে ফেরার সময় চার ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন তেমাথা এলাকায় এই ঘটনা ঘটে। একই সময়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় হামলা চালিয়ে ভাংচুর চেষ্টার অভিযোগ উঠেছে।
নাসরিন অভিযোগ করেন, 'নগরীর বৈদ্যপাড়ায় কালো পতাকা মিছিল করে বাসায় ফেরার সময় ছাত্রদল কর্মী সিয়াম, আশিক, শামীম ও রিজভীর উপর সশস্ত্র হামলা চালায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত ও মহানগর ছাত্রলীগের রইচ আহম্মেদ মান্না সহ অন্যান্যরা। তারা ৪জনকে কুপিয়ে আহত করে। এদের মধ্যে রিজভীর অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে। এরপর ছাত্রলীগ তার বসতবাড়িতে হামলার চেষ্টা করে। '
তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, এ ধরনের কোন অভিযোগ পুলিশের কাছে নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারী ২০১৮/হিমেল