নেত্রকোনার দুর্গাপুরে সড়কের নির্মাণ কাজ করতে গিয়ে সওজের মাটি টানার গাড়ির চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বেলা ১২ টার দিকে উপজেলার শিমুলতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর জেলার কেন্দুয়া উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু তাহেরের ছেলে।
ঠিকাদারী প্রতিষ্ঠান ময়মনসিংহ রেজভী কনষ্ট্রাকশনে গত মাস দুয়েক পূর্বে কাজে নিয়োজিত হন। শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে কাজে গতকাল মেশিন দিয়ে ইট বালু সিমেন্ট মেশানোর সময় পিছন থেকে একই কাজের অন্য একটি গাড়ির চাকার নীচে পড়ে যান। এসময় অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দূর্গাপুর থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার