ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে আব্দুল বারেক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ ভোর রাতে বাংলাদেশ সীমান্ত বালিয়াডাঙ্গীর রত্নাই এর ৩৮৩ পিলার এলাকার বিপরীতে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ী আবদুর বারেক উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বড় মোহাম্মদ হোসেন (বিজিবি এমএস) ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন এ ব্যাপারে বিকেলে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল