হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় ইসমাইল মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এছাড়া ২ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মাধবপুর উপজেলার ঘাটুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস একটি রিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল মিয়ার মৃত্যু হয়। এছাড়া আহত হয় দুই যাত্রী। তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল